পরিদর্শক

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের  ইনটেক এগ্রো প্রতিষ্ঠান পরিদর্শন

যুব উন্নয়ন অধিদপ্তর

বগুড়ার সদর উপজেলায় অবস্থিত ইনটেক এগ্রো এন্ড ফুড প্রডাক্ট লিঃ এর প্রধান কার্যালয় পরিদর্শনে আসেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড.গাজী মোঃ সাইফুজ্জামান​ মহোদয়। সঙ্গে ছিলেন  যুব উন্নয়ন অধিদপ্তরের দারিদ্র্য বিমোচন ও রিন উইংয়ের পরিচালক  জনাব এ কে এম মফিজুল ইসলাম এবং যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া’র উপ-পরিচালক জনাব মোঃ তোছাদ্দেক হোসেন। 

প্রতিষ্ঠানের সদর দরজায় প্রতীক্ষায় ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এ জাহিদ সরকার। তিনি ও তার দল সম্মানিত অতিথীদের ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ইনটেক এগ্রো এর ইনহাউস স্টোরে উৎপাদিত পণ্য ও প্যাকেজিং এর গুণগত মান পর্যবেক্ষণ করেন।

গ্রাহক সেবা ও বিপনন বিভাগের মান দেখতে অতিথিগণ পরিদর্শন করেন কাস্টমার কেয়ার সার্ভিস ও তদ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগসমূহ।

এ সময়ে মহাপরিচালক মহোদয় অফিস ব্যবস্থাপনা, পণ্যের গুণগত মান এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য নানান পরামর্শ প্রদান করেন তিন থেকে ইনটেক এগ্রো’র ব্যবস্থাপনা পরিচালক এস এ জাহিদকে.

যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণপ্রাপ্ত এক সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করায় তিনি  ইনটেক এগ্রো’র ব্যবস্থাপনা পরিচালক এস এ জাহিদকে যুব উন্নয়নের ব্যাচ পরিয়ে দেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়। 

এছাড়া তিনি ইনটেক এগ্রোর  সিনিয়র স্টাফদের তিন বছরের সফলতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক তুলে দেন।

এরপর অতিথিগণ ইনটেক এগ্রো এন্ড ফুড প্রডাক্টস লিঃ এর ঘানি ভাঙা সরিষার তেলের কারখানা পরিদর্শনে যান।  পরিদর্শনকালে তেল উৎপাদন প্রক্রিয়ার সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে পূর্ণ ধারণা পাবার চেষ্টা করেন। এ বিষয়ে তাকে নানান তথ্য দিয়ে সাহায্য করেন ইন্টেক এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। পরিদর্শন শেষে তিনি তার সুচিন্তিত মতামত ব্যক্ত করেন।

ইনটেক এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক এস এ জাহিদ সরকারকে যুব উন্নয়ন অধিদপ্তরের ব্যাচ পরিয়ে দিচ্ছেন, যুব উন্নয়ন অধিদপ্তর সম্মানিত মহাপরিচালক ড.গাজী মোঃ সাইফুজ্জামান​ মহোদয়।